মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


বগুড়ায় হামলা : পৃথক মামলায় ছাত্রলীগ ও আ.লীগের ৫ নেতা গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:১২ PM আপডেট: ২৪.০৬.২০২৫ ৫:১৭ PM

জেলার শেরপুরে পৃথক হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২২ জুন, রাত থেকে ২৩ জুন, পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় ৫ জন নেতাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান ওরফে শুভ (৩৫), কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম (৩২), ছাত্রলীগ নেতা মো. আবু বক্কর সিদ্দিক মৃদুল (২৬), গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ শাজাহান (৫৪) এবং পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাহিদুল ইসলাম মোজাহিদ (৪৬)।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেন, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে সাবেক ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানসহ তিন নেতার নাম উঠে আসে।

অন্যদিকে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় কুসুম্বী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের নাম উঠে আসে। ওই মামলায় তাকে ধাওয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া, ২০২৩ সালের ১৭ জুলাই শেরপুরের ধুনটমোড়ে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' চলাকালে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মৃদুলের সম্পৃক্ততা পাওয়ায় তাকেও গ্রেফতার করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রতিটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com