প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৪:৪৭ PM
কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলা এখন মাদকের রেডজোন নামে পরিচিত। এই উপজেলার সীমানা ঘেঁষে রয়েছে ভারতের সীমান্ত, আর সেই সীমান্ত পথ ধরেই নিয়মিত দেশে ঢুকছে ভয়াবহ সব মাদকদ্রব্য।
বিশেষ করে ফেন্সিডিল এবং স্কাফ সিরাপ নামক দুইটি মাদকদ্রব্য ফুলবাড়ী হয়ে কুড়িগ্রামসহ আশপাশের জেলায় ছড়িয়ে পড়ছে। অনুসন্ধানে জানা গেছে, শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, লালমনিরহাট, রংপুর, নীলফামারীসহ পার্শ্ববর্তী জেলার মাদকসেবীরাও এখন নিয়মিত আসেন এই উপজেলায় মাদক সেবনের জন্য।
এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে কোলাঘাট ব্রিজ। ব্রিজটি নির্মিত হওয়ার পর যোগাযোগ সহজ হওয়ায় বিভিন্ন জেলা থেকে মাদকসেবীদের ফুলবাড়ীতে আগমন বেড়েছে বহুগুণে। ফলে ফুলবাড়ী মাদক পাচার ও সেবনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
জেলার সচেতন মহল মনে করছেন, ফুলবাড়ী সীমান্ত দিয়ে যেভাবে মাদক ঢুকছে, তা বন্ধ না করলে আগামীতে পুরো অঞ্চল ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং সুনির্দিষ্ট অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
আজকের প্রতিবেদনে শুধুমাত্র ফুলবাড়ী উপজেলাকে ঘিরে সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রতিবেদনে উপজেলার যেসব এলাকাকে ঘিরে মাদক প্রবেশ ও বিস্তার সবচেয়ে বেশি, সেইসব অঞ্চল ও মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে বিস্তারিত তুলে ধরা হবে।
মাদকবিরোধী এই ধারাবাহিক অনুসন্ধান অব্যাহত থাকবে—জনস্বার্থেই।