বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


পেট্রল পাম্পে কাজ করতেও রাজি: জনি ডেপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:১৬ PM

হলিউড অভিনেতা জনি ডেপ অভিনয়ের থেকে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিজীবন নিয়ে। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ও মানহানি মামলা নিয়ে ঘুরেফিরেই তিনি শিরোনামে উঠে আসেন।

সে মামলা চুকেবুকে যাওয়ার তিন বছর পর ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামলাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেনে এ অভিনেতা। ২০১৬ সালে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনেন অ্যাম্বার হার্ড। পরে দুটি আলোচিত মামলায় রূপ নেয় এই অভিযোগ। ২০১৮ সালে দ্য সান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাম্বার জানান, জনি ডেপের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি। এরপরই মানহানির মামলা করেন ডেপ। সেই মামলার রায় আসে ২০২০ সালে, যেখানে আদালতও জনির বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে রায় দেন। পরিণতিতে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে থেকে বাদ দেয় প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স।

২০২২ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে হার্ড নিজেকে ‘গার্হস্থ্য নির্যাতনের প্রতীক’ বলে উল্লেখ করলে আরেকটি মামলা করেন ডেপ। সেই মামলার শুনানি সরাসরি ইউটিউবে সম্প্রচার হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

দ্য সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডেপ বলেন, ‘দেখুন, ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল। আমি জানতাম, আমাকে নিজের সঙ্গে অনেক সমঝোতা করতে হবে। অনেকে বলছিল, “চুপ থাকো, এটা এমনিই থেমে যাবে।” কিন্তু আমি জানি, এটা থামবে না। যদি সত্য তুলে না ধরি, তাহলে সবাই ভাববে আমি আসলেই ওই কাজগুলো করেছি। আমার সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মকে সেই দাগ নিয়ে বাঁচতে হবে। সে জন্য আমি ভয় পাইনি।’

ডেপ আরও বলেন, ‘নেতিবাচক প্রচার, বানোয়াট খবর—সব সহ্য করেছি। তবু লড়ে গেছি। আমি ভেবেছিলাম, শেষ পর্যন্ত লড়ব। শেষ পর্যন্ত পেট্রল পাম্পেও যদি কাজ করতে হয়, তাহলেও চলবে। আগে করেছি, আবার করব।’

মামলায় নিজের পক্ষেই বেশির ভাগ রায় পান জনি ডেপ। আদেশে জনির বিরুদ্ধে আনা হার্ডের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করেছেন আদালত। একই সঙ্গে জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে হার্ডের অসৎ উদ্দেশ্য ছিল বলেও তখন জানিয়েছেন আদালত।
 
মার্কিন মামলার কয়েক বছর পর ‘ডে ড্রিংকার’ দিয়ে আবারও হলিউডে ফিরছেন ডেপ, সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন পেনেলোপি ক্রুজ। ডেপের কথায়, ‘আমার জীবনে কোনো আক্ষেপ নেই—আগে যা হয়েছে তা নিয়ে ভেবে আর লাভ কী।’ ২০২৬ সালে মুক্তি পাবে ‘ডে ড্রিংকার’।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com