বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচা গ্রেপ্তার
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৫৮ PM

শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. বাবুল মিয়া (৫২)। ২৩ জুন সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠিয়েছে ঝিনাইগাতী থানা-পুলিশ। গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

ধর্ষণের স্বীকার ওই ছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্তের প্রতিবেশী ভাতিজি।

এর আগে গতকাল রোববার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। আজ সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্কুলছাত্রীর মা জানান, বাবুল মিয়া আমার প্রতিবেশী ও দুসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে সে এমন ঘটনা আরও ঘটিয়েছে। গত ১৭ জুন (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়ালঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু রোববার (২২ জুন) দিবাগত রাত ৯টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই জানেন না এবং ষড়যন্ত্রের স্বীকার তিনি।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে গ্রেপ্তার করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com