প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩৪ PM
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ সোমবার স্থানীয় সময় ৬ টার দিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
দীর্ঘ নয় বছর পর কোনো বাংলাদেশি হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। সূত্র জানায় , এর আগে দুই বাংলাদেশি হাইকমিশনার মুহাম্মদ ইমরান ও মোস্তাফিজুর রহমান সাক্ষাৎ চাইলেও তা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে এই বৈঠককে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত এই সাক্ষাতের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে কূটনৈতিক সূত্রে জানা যায়, রবীন্দ্র কাছারিবাড়ি ইস্যুর পাশাপাশি সীমান্ত সমস্যা, বিএসএফ ও বিজিবির ভূমিকা, ফেরত পাঠানো বাংলাদেশি নাগরিকদের মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, তিস্তা পানিবণ্টন ইস্যু, সীমান্ত বাণিজ্য এবং স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত দ্বিপক্ষীয় সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।