মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ
সিরিজের মাঝ পথে ‘অধিনায়কত্ব ছাড়া’ নিয়ে আলোচনা চান না শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:৫৫ PM

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন নাজমুল হোসেন শান্ত। এমন গুঞ্জন ভাসছে চারিদিকে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে সাম্প্রতিক সময়ে বোর্ডের নেওয়া কিছু বিতর্কিত ও নাটকীয় সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই শান্তকে না জানিয়ে তার ওয়ানডে নেতৃত্ব কেড়ে নেয়া হয়।

এর আগে ব্যাটিংয়ে মনোযোগ দেয়ার জন্য শান্ত নিজেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন এবং টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৎকালীন বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর তাকে এই দুই ফরম্যাটে অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্তও হয়েছিল।

যদিও গত ১২ জুন এক জরুরি জুম মিটিংয়ের মাধ্যমে বিসিবি তাকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে নতুন দায়িত্ব দেয়। সাধারণত বোর্ডের এজেন্ডায় আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু শান্তর ক্ষেত্রে সেই প্রথা মানা হয়নি। ধারণা করা হচ্ছে এ কারণেই ক্ষোভ বয়ে বেড়াচ্ছেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে টানা দুই সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন শান্ত। যদিও বাংলাদেশকে সেই ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সিরিজের মাঝ পথেই অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে কথা বলতে হয়েছে শান্তকে। যদিও তিনি সরাসরি কোনো কিছু বলেননি। জানিয়েছেন সিরিজের মাঝ পথে এগুলো নিয়ে আলোচনা করতে চান না তিনি।

শ্রীলঙ্কায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুইদিন পরেই টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অধিনায়ক হিসেবে, ব্যাটার হিসেবে। কিন্তু এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।'

মাঠের বাইরের আলোচনাকে তিনি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছেন না শান্ত। তার মূল লক্ষ্য অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে দলের জন্য অবদান রাখা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এ ধরনের আলোচনা যে দলের জন্য কতটা অস্বস্তিকর এবং মনোযোগে ব্যাঘাত ঘটায়, সেটাও মনে করিয়ে দিয়েছেন শান্ত। এমন পরিস্থিতিতে এমন আলোচনা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করেন শান্ত।

তিনি বলেন, 'কঠিন (সিরিজের মাঝখানে এই ধরনের আলোচনা)। এটা এটা আসলে এরকম হওয়া উচিত না। সত্যি বলতে এই ধরনের আলোচনাই হওয়া উচিত না। ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না, কোনো ফরম্যাটের সময়ই এটা হওয়া উচিত না। আমি বলব যে এই ধরনের আলোচনা অন্তত সাত-আট দিন আগে থেকেই না হওয়া ভালো। বা তারও আগে। যত আগেই কমপ্লিট হয়ে যাবে ততই ভালো।'

পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরের আলোচনাকে দূরে সরিয়ে রেখে ভালো খেলার প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, 'প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই। যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন বাইরে কি আলোচনা হচ্ছে।'







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com