বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


‘জুলাই প্রবাসী যোদ্ধা’ স্বীকৃতিসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৪:০৫ PM

এবার ৪ দফা দাবি নিয়ে  রাস্তায় নামলেন র‍েমিট্যান্স যোদ্ধারা। রবিবার (২২ জুন) রাজধানীর পরীবাগে, বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন দিয়ে বিদেশ থেকে ফেরত আসা প্রায় শতাধিক প্রবাসী অবস্থান কর্মসূচি পালন করছেন। ‘জুলাইয়ে আন্দোলনে অংশ নিয়ে ক্ষতিগ্রস্ত, জেলফেরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা’ ব্যানারে এই কর্মসূচী পালন করছেন তারা।

সকাল ১১টার দিকে পরীবাগ মোড়ে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল নিয়ে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজসিক মোড়েই পুলিশ তাদের আটকে দেয়।

আন্দোলনকারীরা জানান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের জের ধরে দেশে ফেরত আসা প্রবাসীদের দীর্ঘদিন ধরে পুনর্বাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।

আন্দোলনকারীরা বলেন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের কারাগার থেকে ১৮৯ জন প্রবাসী দেশে ফিরলেও একই মামলায় এখনো ২৫ জন প্রবাসী আবুধাবির আল সদর কারাগারে আটক আছেন। এছাড়া সিআইডির হেফাজতে রয়েছেন আরও শতাধিক বাংলাদেশি প্রবাসী। তাদের মূল চারটি দাবি হলো-

১. বৈষম্যবিরোধী আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে আটক সকল প্রবাসীর দ্রুত মুক্তি।

২. দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি।

৩. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা।

৪. একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরা প্রবাসীদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্তি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই কর্মসূচীর কারণে শাহবাগ ও বাংলামোটর সংযোগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com