শিরোনাম: |
ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও কয়েকটি মোবাইলফোন জব্দ করে এক নারী মাদক ব্যবসায়ী সহ দুইজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে ভালুকা মডেল থানার পুলিশ উপজেলার জামিরদিয়া গ্রামের ইম্প্রেসিভ মোড় এলাকায় মাদক ব্যবসায়ী মো: সবুজ মিয়ার বাড়ীতে ওই অভিযানে মো: সবুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৮) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হান্নান মিয়ার ছেলে আবু রায়হানকে (২৭) গ্রেফতার করা হয়। ২১ জুন (শনিবার) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার (২০ জুন) গতকাল রাতে উপজেলার জামিরদিয়া ইম্প্রেসিভ মোড় এলাকার মাদক ব্যবসাযী মো: সবুজ মিয়ার বাড়ীতে অভিযান চালায় মডেল থানার পুলিশ। ওই অভিযানে সবুজের বসতঘর থেকে ১০১পিস ইয়াবা টেবলেট, গাঁজা, মদের বোতল, নগদ টাকা, দেশীয় অস্ত্র ও ৫টি মোবাইল ফোন জব্দ করেন। এ সময় মাদক সবুজ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার ও আবু রায়হানকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান বাদী হয়ে তিনজনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে
আটককৃত দুইজনকেই আদালতে সোপর্দ করেন মডেল থানা পুলিশ।