বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র কুলখানি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:১৬ PM

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর কুলখানি  ২০ জুন শুক্রবার বাদ আসর রাজধানীর কাঁটাবন ঢালে মনোয়ারা মসজিদে অনুষ্ঠিত হয়। কুলখানিতে জাতীয় ও দলীয় নেতাসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, এডভোকেট এস এম আলতাফ হোসেন এবং বিএনএস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক জনাব এম. এন. এইচ. বুলু উপস্থিত ছিলেন।

মোস্তফা মোহসীন মন্টুর পরিবারের পক্ষে মেয়ে শ্রাবন কুলখানিতে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গণফোরাম সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু গত রবিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। তিনি ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, এক ছেলে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুকে বনানী কবরস্থানে তাঁর মায়ের সমাধিতে সমাহিত করা হয়েছে। এর আগে রোববার রাতে বাদ এ’শা ঢাকার কাটাবন জামে মসজিদে প্রথম জানাজা, সোমবার সকাল সাড়ে ৯ টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ খেলার মাঠে দ্বিতীয় জানাজা, বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে দুপুর ২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com