প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৪৮ PM
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় এগ্রো-বিজনেস প্রয়াত মোবারক হোসেন ভূঁইয়ার ছোট মেয়ে লিমা আক্তার (২৪)। তার স্বামীর বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা গৌরিপুর পালপাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানাযায়, ১৩ জুন (শুক্রবার) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। পরবর্তী অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসা জন্য কুমিল্লা ট্রমা হসপিটালের ভর্তি করানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় (২০ জুন) কুমিল্লা ট্রমা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আজ শুক্রবার (২০ জুন) লিমা আক্তারের বাবার বাড়ি (নিজ জন্মস্থান) কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আরিফপুর গ্রামে সকাল সাড়ে ১০ টায় প্রথম জানাজা এবং তার স্বামীর বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা গৌরিপুর পালপাড়া গ্রামে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
লিমা আক্তারের স্বামী আরিফ হোসেন একজন সৌদি প্রবাসী। তিনি এখন সৌদি আরবে আছেন। লিমা আক্তার এবং আরিফ হোসেন দম্পতি ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে সুখে সংসারে বসবাস করছেন। লিমা আক্তারের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু। ২০২৫ সালে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ জন। বর্তমানে কুমিল্লা বিভিন্ন হসপিটালে ভর্তি আছে ২৬ জন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে শুরুতেই ডেঙ্গু পরীক্ষা করে নিলে তা প্রতিরোধ করা সহজ হয় বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।