প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:০২ PM
সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
আজ শুক্রবার শুক্রবার সকালে ছুটির দিনও তারা বিক্ষোভ করছেন।
সরকারি কর্মচারীরা বলছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি করছেন। একই সঙ্গে নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান আন্দোলনকারীরা। আগামী রবিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।