শিরোনাম: |
ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমেরিকানরা বারবার বার্তা পাঠিয়ে আলোচনা চাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সংলাপের জায়গা নেই।”
আরাঘচি আরও বলেন, “আমরা এমন কোনো দেশের সঙ্গে কথা বলব না, যারা এই অপরাধের অংশীদার। যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের হামলা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি, বরং পরোক্ষভাবে এ হামলার পেছনে রয়েছে।”