শিরোনাম: |
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি পবিত্র ঈদুল আযহা শান্তিপূর্ণ ও সুচারুভাবে উদযাপিত হওয়ায় শেরপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে, পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ এবং জনগণের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন বিষয় বিবেচনা করে জেলার অভ্যন্তরে ৬টি পুলিশ ফাঁড়ির প্রস্তাবনা দেন।