প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:১৭ PM

বিশিষ্টি ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া সেন্টুর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা সমিতি স্পেনের আহবায়ক কমিটির ঈদ পুনর্মিলনী ও নৈশ্য ভোজ সম্পন্ন হয়েছে।
মাদ্রিদের মদিনা রেস্টুরেন্টে পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসী নারায়ণগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের আহবায়ক আসলাম প্রধানের সভাপতিত্বে ও সাজিদ মাওলার পরিচালণায় বক্তব্য রাখেন ,মো:সেলিম মিয়া সেন্টু এবং সদস্যদের মধ্যে এক্রামুজ্জামান কিরণ , আকবর আলী মুকুল ,আকবর শেঠ। কুরআন তেলওয়াতে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সেলিম মিয়া সেন্টু ও আসলাম প্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

কমিউনিটিতে নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ,খোরশেদ আলম মজুমদার ,আল মামুন ,জামাল উদ্দিন মনির ,মাহবুবুর রহমান ঝন্টু,আবু জাফর রাসেল প্রমুখ। স্পেনের মাদ্রিদে বসবাসরত অসংখ্য নবীন ও প্রবীণ নারায়ণগঞ্জবাসীদের মধ্যে পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠানটি অবশেষে নৈশভোজের মাধ্যমে শেষ হয়।