মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


দ্বিতীয় ধাপের চতুর্থ দিনে ঐকমত্য কমিশনের সংলাপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৪:০৩ PM

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা চলছে আজ বৃহস্পতিবার (১৯ জুন)। সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়। বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এলডিপি, সিপিবি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে অংশ নিচ্ছেন।

আজকের আলোচনায় মূলত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবারের অসমাপ্ত আলোচনা ও প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে। এর আগের দিন, বুধবার, জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও জেলা সমন্বয় কাউন্সিল বিষয়ক আলোচনার সমাপ্তি হলেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা অসম্পূর্ণ থাকে।

বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘কিছু বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতৈক্য হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনও অমীমাংসিত। এসব বিষয়ে হয়তো আগামী সপ্তাহে আবার বসতে হবে। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’ তিনি বিগত দিনের ভুল-ভ্রান্তি সততার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানান।

সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান,  ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ,এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি,  জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ  সম্পাদক  শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব  ইঞ্জিনিয়ার আব্দুল বারিক।

বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমের মুখোমুখি হবেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com