বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৮:৩৫ PM

দেশের প্রাচীন রাজধানী ও ঐতিহ্যবাহী পর্যটন এলাকা সোনারগাঁয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি চরম আকার ধারণ করেছে। হাট-বাজার, গৃহস্থালি, শিল্পকারখানা ও হাসপাতাল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হলেও নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন। এতে করে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর সৃষ্টি হচ্ছে গুরুতর হুমকি।

বুধবার (১৮ জুন ২০২৫) সকালে ‘পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি’র আয়োজনে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “সোনারগাঁয়ে প্রতিদিন যেভাবে বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে, তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়ংকর পরিণতি ডেকে আনবে। খাল, ড্রেন, খোলা মাঠ, এমনকি বসতি এলাকাও এখন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, “একদিকে সোনারগাঁয়ে গড়ে উঠেছে বহু শিল্পপ্রতিষ্ঠান, মিল-ফ্যাক্টরি, হাসপাতাল ও শপিংমল, অন্যদিকে নেই কোনো পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা। এতে করে পর্যটকদের কাছেও সোনারগাঁর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশবাদী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। তাঁরা বলেন, “শিল্পের উন্নয়ন প্রয়োজন, কিন্তু তা হতে হবে পরিবেশবান্ধব। পরিবেশ ধ্বংস করে টিকে থাকা উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না।

সংগঠনের পক্ষ থেকে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:

- সোনারগাঁয়ের পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য একটি বা একাধিক নির্দিষ্ট স্থান ডাম্পিং জোন হিসেবে নির্ধারণ করা

-আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করা

-জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও গণমাধ্যমের উদ্যোগ গ্রহণ

-পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা

বক্তারা আরও বলেন, “পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com