মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


গল টেস্ট
শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রঙিন দিন
ক্রীডা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৫৫ PM

শ্রীলঙ্কার গল দুর্গে প্রথম দুই-তিন দিনে প্রচুর রান হবে! টেস্ট শুরুর আগে এমন আশার কথাই শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়কের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সকে মেলাতে পারেননি এনামুল হক বিজয়, সাদমান ইসলাম ও মুমিনুল হকরা। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শঙ্কা জাগলেও সেটা হতে দেননি শান্ত ও মুশফিকুর রহিম। বাংলাদেশকে বিপদ থেকে টেনে তোলার পাশাপাশি নিজেরাও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের দুজনের সেঞ্চুরিতেই প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।

গলে টস জিতলে ব্যাটিং নেবেন টেস্টের আগের দিনের সংবাদ সম্মেলনে শান্তর কথায় সেটা স্পষ্ট ছিল। টস জিতে ব্যাটিং নিতে খুব বেশি সময় নেননি বাংলাদেশের অধিনায়ক। উইকেট শুকনো এবং শেষে বোলিংয়ের চিন্তা থেকে ব্যাটিং নিলেও শুরুটা একদমই ভালো হয়নি সফরকারীদের। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে জাতীয় দলে এলেও এখনো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিজয়। গলেও পারলেন না ভালো শুরু করতে।

ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে কিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়েছেন বিজয়। ১০ বল খেলেও রানের খুলতে পারেননি তিনি। বিজয়কে হারানোর পর শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান ও মুমিনুল। তাদের দুজনের ব্যাটে পরের প্রায় এক ঘণ্টা বেশ ভালোভাবেই কাটিয়েছে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলা সাদমানকে ফিরিয়ে জুটি ভাঙেন থারিন্দু রত্নায়েকে।

ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ধনঞ্জয়া ডি সিলভাকে সহজ ক্যাচ দিয়েছেন। বাংলাদেশের ওপেনার আউট হয়েছেন ৫৩ বলে ১৪ রান করে। ভেঙেছে মুমিনুলের সঙ্গে ৬৪ বলে ৩৪ রানের জুটি। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ব্যক্তিগত ২১ রানের সময় জীবন পাওয়া বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ২৯ রানে। থারিন্দুর অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে স্লিপেই ক্যাচ দিয়েছেন ধনঞ্জয়ার হাতে।

৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন শান্ত ও মুশফিক। দিনের প্রথম সেশনে সফরকারীদের আর কোন উইকেট হারাতে দেননি। তারা দুজনে মিলে দাপট দেখিয়েছেন দ্বিতীয় সেশনে। যেখানে কোন উইকেট না হারিয়ে ৯২ রান যোগ করেন। পাশাপাশি শান্ত ১০৭ বলে এবং মুশফিক হাফ সেঞ্চুরি করেছেন ৮৪ বলে। পঞ্চাশ ছোঁয়ার পর দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন বাংলাদেশের দুই ব্যাটারই।

দিনের তৃতীয় ও শেষ সেশনে প্রবাথ জয়াসুরিয়ার বলে সুইপ করে দুই রান নিয়ে শান্ত সেঞ্চুরি করেছেন ২০২ বলে। ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি। ২০২৩ বিশ্বকাপ খেলে এসে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন শান্ত। একটু পর মুশফিকের সঙ্গে দুইশ রানের জুটি পূর্ণ করেছেন। চতুর্থ উইকেটে বাংলাদেশের এটি তৃতীয় দুইশ রানের জুটি, শ্রীলঙ্কার বিপক্ষে যা সর্বোচ্চ।

শেষ বিকেলে সেঞ্চুরি পেয়েছেন আরেক ব্যাটার মুশফিক। শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে উঠেন অভিজ্ঞ এই ব্যাটার। গলেও সেটার প্রমাণ রেখেছেন দারুণ ব্যাটিংয়ে। আসিথার বলে সিঙ্গেল নিয়ে ১৭৬ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি করেছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, গলে যা দ্বিতীয়। শেষ বিকেলে কোন উইকেট না হারিয়ে শান্ত ১৩৬ ও মুশফিক অপরাজিত আছেন ১০৫ রানে। তাদের দুজনের জুটি অবিচ্ছিন্ন আছে ২৪৭ রানে। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন থারিন্দু।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ (প্রথম ইনিংস)— ২৯২/৩ (৯০ ওভার) (সাদমান ১৪, বিজয় ০, মুমিনুল ২৯, শান্ত ১৩৬*, মুশফিক ১০৫*; থারিন্দু ২/১২৪)







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ অরিজিৎ সিংয়ের!
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে প্রয়োজন হবে গণভোট: আলী রীয়াজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com