মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি, এখন সবকিছুই স্পেশাল: মুশফিক
ক্রীডা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:৩৩ PM

গলে টেস্টের প্রথম দিনে ৪৫ রানে তিন উইকেট হারানোর পর এক প্রান্তে নাজমুল হোসেন শান্তর দৃঢ়তা, অন্য প্রান্তে মুশফিকুর রহিমের অভিজ্ঞতার ছোঁয়াতে শ্রীলঙ্কার বুকে গড়ে উঠলো এক অপরাজেয় জুটি। দুইজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের এই ব্যাটিং ছিলো যেন, দুই প্রজন্মের কথোপকথন! গলের উইকেট, বৃষ্টি, প্রতিপক্ষ সব পেরিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে এই দুই ব্যাটারের ব্যাটে ভড় করে। শান্ত ১৩৬ রানে এবং মুশফিক ১০৫ রান নিয়ে অপরাজিত আছেন। ২৪৭ রানে অবিচ্ছিন্ন থাকা এই জুটি বুধবার দ্বিতীয় দিনে নতুন করে শুরু করবেন। এদিন শান্তকে ক্রিজে থেকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়া মুশফিক জানালেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে থেকে সব কিছুই স্পেশাল হয়ে উঠে।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যতগুলো বড় জুটি আছে, সবখানেই আছেন মুশফিকুর রহিম। এর আগে দুটি ইনিংসে দুইশো রানের জুটি এসেছিলো, সেখানেও সঙ্গী ছিলেন মুশফিক। আজ গল টেস্টে অধিনায়ক শান্তর সাথেও ২৪৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। শান্ত যখন সেঞ্চুরি ছুঁয়েছেন, তখন মুশফিককে দেখা গেছে উদযাপন করতে। তবে এটা নতুন কিছু না। ক্রিজে থাকা যে কোন সতীর্থতো কোন মাইলফলকে পৌঁছালে, মুশফিকই যেন বেশি খুশি হন!

টেস্টর প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। সেখানে শান্তর ইনিংসের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, ‘শান্ত তো মাশাল্লাহ অনেকদিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো, অধিনায়ক হিসেবেও তার রেকর্ড ভালো, ব্যাটসম্যান হিসেবেও ভালো। এটা বিশেষ কিছু না। আমার কাছে মনে হয় ওর কন্ট্রলড ইনিংসটা ভালো লেগেছে। এর আগে কেন্ডিতে সে সেঞ্চুরি করেছিল। এরপর এই সেঞ্চুরিটা... কন্ট্রোল করে খেলাটাই গুরুত্বপূর্ণ। এটা আমাদের পরের ব্যাটারম্যানদের জন্যও গুরুত্বপূর্ণ। কেউ বড় একটা অর্জন করলে এটা উদযাপন করতেই হয়। সিনিয়র ক্রিকেটার হিসেবে এই দায়িত্বটা আমার ওপর আরও বেশি।'

গলে খেলা মানেই মুশফিকের ব্যাটে রান। ২০১৩ সালে এখানেই পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি (২০০)। এরপর ২০১৭ সালে দুই করেছেন ৮৫ আর ৩৪।  আজ ১০৫ রানের ইনিংস খেলে আছেন অপরাজিত। আজকের ইনিংসটি কতটা স্পেশাল এমন প্রশ্নে মুশফিকের সোজা সাপ্টা উত্তর, ‘স্পেশাল কিছু না... আমি আমার ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে। এখন সবকিছুই স্পেশাল। আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেয়ার, শতভাগ চেষ্টা করে নিজের প্রস্তুতি নেয়ার। সামনে যে সুযোগই আসে না কেন তা কাজে লাগানোর চেষ্টা করি। এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না।'

গল কতটা স্পেশাল মুশফিকের কাছে? তার উত্তরও দিয়েছেন তিনি, ‘গল স্পেশাল বলতে এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন এটা সব সময়ই স্পেশাল। আমাদের একটি জেনারেশনকে কো স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে। ওটার পর নিশ্চিত ওরা বিশ্বাস করতে পেরেছে যে টেস্টে দুশ করা যায়। তাই অবশ্যই এখন কেউ আড়াইশ করবে তিনশ করবে। সিনিয়র ক্রিকেটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়াটা গুরুত্বপূর্ণ।'







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ অরিজিৎ সিংয়ের!
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে প্রয়োজন হবে গণভোট: আলী রীয়াজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com