মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


বার্সেলোনা ঢাকা জেলা সোসাইটির জমকালো অভিষেক
মহিউদ্দিন হারুন
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৩:৩৩ PM

তারুণ্যের উচ্ছলতা ছড়িয়ে দিয় বিদেশ মাটিতে দেশ ও মানুষের পাশে থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করে অভিজাত নগরী বার্সেলোনার ভি আই পি রেষ্টুরেন্ট কর্দোভায় ১৪ জুন ২০২৫ শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা জেলা সোসাইটির অভিষেক  অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব গঠিত সভাপতি আসলাম উদ্দিন বেগম । অনুষ্ঠান পরিচালনা করেন রায়হান খান ও  বাশিরুল ইসলাম সুমন| শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল মামুন |

সভাপতি আসলাম উদ্দিনের তার  বক্তব‍্যে বলেন, ঢাকা জেলা  সোসাইটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন,আমাদের সংগঠন আশা করি সাংগঠনিক কাজে বিদেশ মাটিতে ভিন্ন মাত্রা যোগ করবে।কথায় না কাজে বিশ্বাসী হয়ে আমাদের কাজ প্রমাণ করে দেবে আমারা দেশের বাহিরে স্বদেশের জন‍্য কাজ করেছি।তিনি আরো বলেন দুঃখ বেদনা ভরা সুখ সন্ধানী মানুষ গুলোর পাশে দাঁড়াবো আমরা সবাই একাকার হয়ে,মানুষের জন‍্য কিছু করার চেষ্টা করেছি এখন সম্মিলিতভাবে করবো আশা করি|

 প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনারেবল অতিথি হিসাবে ছিলেন দীন মোহাম্মদ ইমাদুল পলিটিক্যাল সচিব , বাংলাদেশ অ‍্যাম্বাসি মাদ্রিদ স্পেন,মোহাম্মদ মুহতাসিমুল۔۔  ইসলাম- কাউন্সিলর বাংলাদেশ অ‍্যাম্বাসি মাদ্রিদ স্পেন,রামন পেদ্রো বেরনাউস -অনারারি কাউন্সিলর বাংলাদেশ অ‍্যাম্বাসি বার্সেলোনা শাখা,ড.নজরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেছা,উত্তম কুমার,শফিকুর রহমান,সাজিদুর রহমান সোহেল,খুরশিদ আলম বাদল,করিম আলী সহ সামাজিক সাংগঠনিক ও সাংবাদিক ব‍্যক্তিবর্গ।

পরিচালকের রসাত্বক কথায়   সংগঠনের নেতৃবৃন্দ সাংগঠনিক অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে বক্তব‍্য রাখেন যাহা অডিটরিয়মে আনন্দের হাত হালিতে ফুটে উটে,তারা বলেন সংগঠন যখন বিভিন্ন কারনে সাংগঠিক নিয়মের বাহিরে চলে যায় তখন সংগঠনের ভীত ঠিক থাকেনা,কল‍্যানের পরিবর্তে অকল‍্যান সহ সাংগঠনিক স্হবিরতা প্রকট হয়ে প্রকাশিত হয়।সংগঠন নদির মত গতি হারায়, তাই নিয়মের গন্ডিতে থেকে সাংগঠনিক নিয়মে আমরা এগিয়ে যাবার ভাসনা রাখি।

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় বার্সেলোনার তিন মহান ব‍্যক্তির হাতে।
হৃদয়ে বাংলাদেশ ধারণ কারী রামন পেদ্রো বেরনাউস কে সুখ দূঃখে বাংলাদেশীদের পাশে অবস্হান সহ বাংলা ভাষাভাষীদের সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়,তিনি তাঁর স্পেনিশ কথায় বাংলাদেশের দুই রং বিশিষ্ট লাল সবুজ পতাকার ইতিহাস তুলে ধরেন।

বিদেশ মাটিতে বাঙালি নির্ভেজাল সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতার হাত প্রসারিত করে দেশকে এগিয়ে নেয়ার প্রয়াসে সময় উৎসর্গকারী হিসাবে ড. নজরুল ইসলামস  চৌধুরীর হাতে ক্রেস্ট প্রদান করা হয় ।তিনি বলেন সংগঠন হওয়া ভালো তবে আমরা সাংগঠনিক অনেকে ভালো মানুষ চাই।

মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছা কে একজন দেশ প্রেমিক তথা বিদেশ মাটিতে স্ব মহিমায় দেশীয় সাংস্কৃতিকর উৎকর্ষ সাধন ও সাংগঠনিক সহযোগিতার জন‍্য ক্রেস্ট প্রদান করা হয়।তিনি বলেন আমরা বীরের জাতী,নির্ভেজাল একখন্ড মাটির জন‍্য আমরা যুদ্ধ করেছি,আমাদের নির্ভেজাল এগিয়ে যেথে হবে,তাই গঠনমূলক সংগঠনের প্রয়োজন।
আশা রাখি আমরা এগিয়ে যাব।

পদে অভিষিক্ত হন যারা ,
প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেছা, উপদেষ্টা সৈয়দ হাসিবুর রহমান,ইমদাদুল হক আউয়াল,নাসির আহমেদ,মুকুল মনিরুল,দীপু,মনিরুজ্জামান মনির|
 সভাপতি আসলাম উদ্দিন বেগম,সিনিয়র সহ সভাপতি শামীম ব‍্যাপারী,সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান শিলু,
সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম,অর্থ সম্পাদক বশিরুল ইসলাম,মুখপাত্র রায়হান খান।

কার্যকরী সদস্যঃআনিসুর রহমান আমিন, লিটন শেখ,আতাউর হোসেন, মাজিবুল ইসলাম,চৌধুরী পাভেব,বোরহান উদ্দিন,বাবু রাজ প্রমুখ।
অভিষেক শেষে সমাপনী বক্তব‍্যে সভাপতি আসলাম উদ্দিন অতিথি সহ উপস্থিত সবাইকে নৈশভোজের  আহ্বান জানান







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com