বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪০
শোয়াইব মৃধা ,গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৫৪ PM আপডেট: ১৫.০৬.২০২৫ ৮:০৪ PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  রবিবার সকালে  কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে

এক সাংবাদিক সহ আহত ৪০ জন।

জানা যায়,১৪ই জুন শনিবার কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির কমিটি দেয় জেলা কমিটি। এই কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহবায়ক ও এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব অপরদিকে মাহমুদ সরকারকে আহবায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিএনপির অপর পক্ষ  এই কমিটি  বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের  করে।

দুই পক্ষের  মধ্যে দফায় দফায় ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে পদ বঞ্চিত বিএনপির নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান  করে। দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা  বক্তব্য  শেষে কালিয়াকৈর বিভিন্ন  সড়কে মিছিল নিয়ে  পদক্ষিন করে। অপরদিকে  আহবায়ক কমিটির নেতৃত্বে বিজয় মিছিল বের করে  কালিয়াকৈরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। একপর্যায়ে   দু'পক্ষের   নেতাকর্মীরা কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছোলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু'পক্ষের মধ্যে  ইট পাটকেল, ককটেল বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  এই ঘটনায় পুলিশ কাঁদানী গ্যাস নিক্ষেপ করে  দু'পক্ষইকে ছত্রভঙ্গ  করে।

উপজেলা  বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম  আনোয়ার হোসেন জানান,   উপজেলা ও পৌর বিএনপির  আহবায়ক কমিটি গঠনে আমাদের নেতাকর্মীরা আনন্দ  মিছিল বের করে। এতে অপর পক্ষের নেতাকর্মীরা আনন্দ মিছিলে হামলা করে। এতে ২০/২৫  জন নেতাকর্মীরা  আহত হয়।

উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জানান,  উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। ওই কমিটিতে ত্যাগী নেতা কর্মীদের  বাদ দেওয়া হয়েছে। এজন্য এই কমিটি বাতিলের দাবিতে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল বের করে। সেই মিছিলে বর্তমান আহবায়ক কমিটির নেতা কর্মীরা  হামলা করলে আমাদের ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়  আমরা এই কমিটি বাতিল চাইএবং  নতুন করে কমিটি গঠনের দাবি জানাই।  

কালিয়াকৈর থানার অপারেশন (ওসি) যোবায়ের  জানান,  বিএনপির  দুই পক্ষের  নেতা কর্মীরা মিছিল বের করে। পুলিশ এসে দুইপক্ষকে শান্ত করে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com