প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৭:৪৩ PM
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। রোববার (১৫ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
গণফোরামের নেতা মধু জানান, বিকেল ৫টায় স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মোস্তফা মোহসীন মন্টু। গণফোরাম সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর জানাজা আজ রাত ৯টায় এলিফ্যান্ট রোডে তার বাড়ির কাছে অনুষ্ঠিত হবে। কাল সোমবার (১৬ জুন) সকালে কেরাণীগঞ্জে গ্রামের বাড়িতে এবং দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও শোক জানিয়েছেন বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক এম. এন. এইচ. বুলু। জনাব এম. এন. এইচ. বুলু শোক জানিয়ে বলেন, তিনি আমার মামা হন। মামার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ কাছে দোয়া করি তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
এদিকে, বন্ধু মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যু খবরে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপি মহাসচিব।
মোস্তফা মোহসীন মন্টু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে অংশ নেন। যদিও ব্যাপক কারচুপি ও দিনের ভোটে রাতে করে ফেলার অভিযোগে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেন তারা।
বিগত আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মহসীন। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনেক।
এরপর তৎকালীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেরা বেরিয়ে আলাদা গণফোরাম করেন। সেই অংশের সভাপতি ছিলেন তিনি। যদিও বিগত কয়েক বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন না মন্টু।