মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


গাবতলী বাস টার্মিনাল
দ্বিগুণ ভাড়া আদায়, সেনা অভিযানে অর্ধেক টাকা ফেরত
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:৫৫ PM

নির্দিষ্ট ভাড়া থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে দূরপাল্লার অধিকাংশ পরিবহন। সেনাবাহিনীর সহযোগিতায় ভাড়ার এই বাড়তি টাকা ফেরত পাচ্ছেন যাত্রীরা। রোববার (১৫ জুন) রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের কাছে চেকপোস্ট বসিয়ে পরিবহনগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ভুক্তভোগী যাত্রীদের বিকাশে এবং ক্যাশের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়।

ঢাকা-পঞ্চগড়গামী শ্যামলী স্লিপার এসি কোচ। এই রুটে নির্ধারিত ভাড়া ১ হাজার ৫০০ টাকা। অথচ ঈদের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। গাবতলী চেকপোস্টে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য প্রমাণ পায় যৌথ অভিযানে। এর পর বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়। যেসব বাস বাড়তি ভাড়া ফেরত দিচ্ছে না সেই সব বাস ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে।

শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। কিন্তু আমাদের কাছে ৩ হাজার টাকা আদায় করা হয়েছে। অনলাইনে ৩ হাজার টাকায় বিক্রি করা হয়। তারা আমাদের জিম্মি করছে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধেক ভাড়া ফেরত পাচ্ছি খুব ভালো লাগছে।

ঢাকা-পাবনাগামী হাসিব পরিবহন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে ঢাকা রুটে যাতায়াত করে। এই রুটের ভাড়া ৪০০ টাকা। অথচ যাত্রীদের কাছে ৬০০ টাকা ভাড়া রাখা হয়।

সেনাবাহিনীর সহযোগিতায় ২০০ টাকা ফেরত পেয়ে খুশি শাহজাদপুরের বাসিন্দা সাউফুল হক। তিনি বলেন, শাহজাদপুর সিরাজগঞ্জ ভাড়া ৪০০ টাকা। এখন ৬০০ টাকা ভাড়া রাখা হয়েছে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় বাড়তি ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

গাবতলী পর্বত এলাকায় অধিকাংশ পরিবহনে চলছে অভিযান। টাকা ফেরত না দিলে অনেক বাস ডাম্পিং দেওয়া হয়। ঢাকা-দিনাজপুরগামী আহাদ এসি পরিবহন। এই পরিবহনের ভাড়া ১ হাজার ২০০ টাকা। কিন্তু ২ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। বাসের মালিক যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ফলে এসি দূরপাল্লার পরিবহনটি ডাম্পিংয়ে দেওয়া হয়।

যৌথ অভিযান প্রসঙ্গে দারুস সালাম থানার পুলিশ সার্জন তানজীদ আহমেদ বলেন, সকাল থেকে দূরপাল্লার পরিবহনগুলোতে যৌথ অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করছি। বাড়তি ভাড়া আদায় হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাড়া ফেরত না দিলে সেনাবাহিনীর নির্দেশ মোতাবেক বাস ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com