প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:২০ PM
সেনাবাহিনী কুড়িগ্রাম শহরে ঢাকাগামী কোচ গুলোতে অভিযান চালিয়েছে।
আজ শনিবার (১৪ জুন) রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধীনস্থ কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল চৌকস সেনা সদস্য এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত বাস থেকে জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি যে সকল যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছিলো, তাদেরকে অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়। সেনাবাহিনীর এমন অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ যাত্রীরা।
কুড়িগ্রামস্থ সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে- পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ছুটি শেষে যে সকল যাত্রী রাজধানী ঢাকার উদ্দেশ্যে বাড়ি জমাচ্ছে তাদের যাত্রা নির্বিঘ্ন করণ ও নিরাপত্তা সহ অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।