প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৩:১১ PM

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন , দেশে মধ্যে ঝামেলা সৃষ্টির জন্যই অন্য দেশের নাগরিকদের ভারত পুশ ইন করাচ্ছে, সরকারকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ।
গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে তিনি এ কথা বলেন ।
তিনি বলেন, পুশইনের মাধ্যমে ভারত পায়ে পারা দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে ঝামেলার সৃষ্টি করতে চাচ্ছে । বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে । এছাড়া জনগণের টাকা পাচার করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ও মন্ত্রীরা লুটপাট করেছে । এর দায়ভার অবশ্যই শেখ হাসিনাকে নিতে হবে ।