মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


১০ দিনের ছুটি শেষে খুলেছে সচিবালয়, ফিরেছে কর্মচাঞ্চল্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:২৪ AM

ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করেছেন।

রবিবার সকাল ৯টা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় শতভাগ কর্মকর্তা-কর্মচারীই কাজে যোগ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়েই অধিকাংশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা অফিসে উপস্থিত হন।

চলমান রাজনৈতিক বাস্তবতায় দেশে নির্বাচনকালীন সরকার না থাকায় অধিকাংশ উপদেষ্টাই ঈদের সময় ঢাকায় অবস্থান করেছেন। ফলে আজ অফিস খোলার দিনে কাউকে অনুপস্থিত পাওয়া যায়নি। অফিসে এসে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে।

ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ও আচরণে ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে আজ দেশের সরকারি দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তারা বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় ৭ জুন (শুক্রবার)। এর আগে ৪ জুন (মঙ্গলবার) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। পরদিন ৫ জুন (বুধবার) থেকে শুরু হয় ঈদের ছুটি, যা শেষ হয় আজ ১৫ জুন (রবিবার)। ফলে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির পাশাপাশি দেশের সব গণমাধ্যমেও ছিল ঈদের ছুটি। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমের ঈদের ছুটি ছিল ৫ দিন—যা শেষ হয় ৯ জুন (রবিবার)।

এর আগে ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় যে, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। পাশাপাশি ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখা হয় ছুটির সমন্বয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৭ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সবমিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেয়েছেন ঈদ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি। দীর্ঘ এ বিরতির পর আজ সচিবালয়ে ফিরে কাজে ফিরেছেন সবাই, ফিরেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্যও।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ অরিজিৎ সিংয়ের!
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে প্রয়োজন হবে গণভোট: আলী রীয়াজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com