প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৮:২৩ PM
জার্মানির বাণিজ্যিক নগরী ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ঈদ পুনর্মিলনী উৎসব। শুক্রবার (১৩ জুন) বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হয় শহরের প্রাণকেন্দ্র নর্থওয়েস্ট সালবাউ হল-এ।
এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাইয়ুম চৌধুরী, অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন তিনিসহ এম এ খালেক।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জার্মান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ, যার মধ্যে ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রবাসে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করার এমন উদ্যোগে সবার মধ্যে ছিল স্পষ্ট উৎসাহ ও উচ্ছ্বাস।
ঈদের এই সন্ধ্যাটি যেন হয়ে উঠেছিল চাঁদের আলোয় মুগ্ধ প্রকৃতির সঙ্গে মেধা ও সংস্কৃতির মিলনমেলা। সংগীত পরিবেশনায় ছিলেন প্রবাসে জনপ্রিয় শিল্পীবৃন্দ: নিম্মি কাদের, তাপসী রায়, রিয়েল আনোয়ার, আতিকুর রহমান সবুজ, মান্নান খান এবং মিমিয়া চৌধুরী। তাঁদের হৃদয়ছোঁয়া কণ্ঠে দর্শক-শ্রোতারাও হারিয়ে যান গানের সুরে।
অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল সুস্বাদু বিকেলের নাস্তা ও জমজমাট রাতের খাবার। উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে যাঁরা বিশেষ সহযোগিতা করেছেন তাঁরা হলেন:
কালাম চৌধুরী, আশিক ইকবাল, নজরুল, শেফালি খালেক, এমদাদ আজমান, সেলিম রেজা, পলি চৌধুরী, সোমা চৌধুরী, রেবেকা ইকবাল, হীরা নজরুল, রোজী সেলিম, কাইফ খান ও দৌলত উদ্দিন।
অনুষ্ঠান শেষে যখন অতিথিরা বাড়ির পথে রওনা হন, তখন পূর্ণিমার আলোকছায়ায় যেন প্রকৃতি নিজেই হাসছিল। এক টুকরো সবুজ বাংলাদেশের আবহ যেন ছুঁয়ে ছিল পুরো সন্ধ্যাটি, প্রবাসে থেকেও সকলের হৃদয়ে প্রাণ ছুঁয়ে যাওয়া এক স্মরণীয় মিলনমেলা হয়ে থাকবে এই আয়োজন।