মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


লন্ডনে বৈঠক নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি
প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৪২ PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি করেছে বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ জুন) সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ অবস্থান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, লন্ডনে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যে যৌথ প্রেস ব্রিফিং করা হয়েছে, তা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি করেছে।

এতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর বিদেশের মাটিতে যৌথ ব্রিফিং এবং যৌথ বিবৃতি দিয়েছেন, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে তিনি নিরপেক্ষতার বদলে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে আমরা মনে করি।’

জামায়াত মনে করে, দেশে ফিরে এসে সব দলের সঙ্গে আলোচনার পর তার অবস্থান ব্যাখ্যা করা অধিক যুক্তিযুক্ত হতো। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার এমন আচরণ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে জনগণের মনে সন্দেহ ও আশঙ্কা তৈরি করেছে।

এ প্রসঙ্গে ১৬ এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠকের কথা তুলে ধরে বলা হয়, ‘সেদিন সাংবাদিকদের সামনে আমাদের দলীয় অবস্থান তুলে ধরা হলেও কোনো যৌথ বিবৃতি বা প্রেস ব্রিফিং দেওয়া হয়নি, যা একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আচরণ ছিল।’

জামায়াত মনে করে, যেহেতু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল সক্রিয়, তাই কেবল একটি দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


নির্বাহী পরিষদের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আশা করি, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং সংস্কার ও বিচারব্যবস্থার যথাযথ পদক্ষেপ নেবে।’

বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পরিষ্কার ও গ্রহণযোগ্য ব্যাখ্যার দাবি জানায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com