মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


রেকর্ড ভেঙে লিভারপুলে ভিরৎজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ২:৩২ PM

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন লিভারপুল এবার দল গোছাচ্ছে আরও শক্তভাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে অল রেডরা।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ভিরৎজকে কিনতে লিভারপুলের খরচ হচ্ছে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড। তবে পারফরম্যান্স-ভিত্তিক বোনাস মিলিয়ে এই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে। এতে নতুন করে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে যাচ্ছে অল রেডরা।

এখন পর্যন্ত প্রাথমিক ট্রান্সফার ফি হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, ২০২৩ সালের জানুয়ারিতে এনসো ফের্নান্দেসকে বেনফিকা থেকে দলে নিতে দিয়েছিল ১০ কোটি ৭০ লাখ পাউন্ড। একই বছরের অগাস্টে কাইসেদোকে কিনতে চেলসির সম্ভাব্য মোট ব্যয় ছিল ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। সেই তুলনায় ভিরৎজকে ঘিরে লিভারপুলের প্রস্তাব তাদের ক্লাব ইতিহাসেরই সর্বোচ্চ ব্যয় হয়ে দাঁড়াবে।

এর আগে ২০২২ সালে দারউইন নুনেসকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড (বোনাসসহ ৮ কোটি ৫০ লাখ)। আর ২০১৮ সালে ফন ডাইককে দলে নিতে খরচ করেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।

ভিরৎজকে পাওয়ার দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে মনে করা হচ্ছে জার্মান এই মিডফিল্ডারের পছন্দ ছিল লিভারপুল। মাত্র ১৭ বছর বয়সে বায়ার লেভারকুসেনের মূল দলে অভিষেক হয় ভিরৎজের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনের প্রথম বুন্ডেসলিগা শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা, হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়।

জার্মান জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ৩১ বার, গোল করেছেন ৭টি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাঙালিদের মহামিলন সামনে রেখে প্রস্তুতি সভা
অভিযোগের পাহাড়: বদলি হলেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত
শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com