শিরোনাম: |
শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না দেয়ায় বাবা-মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলে রুপচান আলী (৩০)’র বিরুদ্ধে! জানা গেছে, বুধবার (১১ জুন) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামে এঘটনাটি ঘটে। রুপচাঁন ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে। রুপচাঁন এক সন্তানের জনক। সে পেশায় দিনমজুর দাবি করলেও তাকে কোন কাজ কর্ম করতে দেখা যায় না বলে জানান স্থানীয়রা। মাদকাসক্ত রূপচাঁনের স্ত্রী ও ১ সন্তানসহ ৩ সদস্যের পরিবার। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রুপচাঁনের। রুপচাঁন বাবা মাকে ভরন পোষণও করে না।
উলটো বাবা- মার কাছেই জোর-জুলুম করে টাকা নেয়। শুধু তাই নয় মাঝে মধ্যে নেশার টাকাও দিতে হয় তার বাবা- মাকে। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার উপর নেমে আসে দৈহিক নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে ৯৯৯ এ ফোন দিয়ে বাবা- মাকে গ্রেপ্তার করানোর হুমকি ও দেয়া হয় বলে জানা গেছে। বুধবার রাত আনুমানিক ১০ টার দিকে রুপচাঁন নেশার জন্য ২ হাজার টাকা দাবি করে তার বাবার কাছে।