বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৫:১৩ PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লন্ডনে থাকা নিয়ে নিজের দেওয়া বক্তব্যে ভুল স্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বুধবার (১১ জুন) লন্ডনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, গতকাল প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে— যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। এটাকে অনেকে মিসইন্টারপ্রেট (ভুলভাবে ব্যাখ্যা) করেছেন। আমি বলেছি ‘সম্ভবত’। তারপরও এটা আমার একটি ভুল হয়েছে। পরে আমরা যখন বিষয়টি পরিষ্কারভাবে জানলাম, তখনই কারেকশন (সংশোধন) করেছি। তিনি এখনও যুক্তরাজ্যেই আছেন।

তিনি আরও বলেন, আজ ব্রিটেনে বাজেটের স্পেন্ডিং রিভিউ (ব্যয় পর্যালোচনা) হচ্ছে। কীভাবে বাজেট ব্যয় হচ্ছে, সেটার ওপর একটি মূল্যায়ন চলছে। ব্রিটিশ পার্লামেন্ট এখন ব্যস্ত এটা নিয়ে।

উলেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে কিয়ার স্টারমারের একটি বৈঠক চূড়ান্ত করতে চেষ্টা করছি। আমাদের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে কানাডায় রয়েছেন। আজ এক ব্রিটিশ এমপি আমাদের এ তথ্য দিয়েছেন।

কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তখনও যুক্তরাজ্যেই অবস্থান করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর তথ্য অনুযায়ী, কিয়ার স্টারমার আগামী ১৪ জুন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনায় বসবেন। পরদিন ১৫ জুন তিনি আলবার্টায় অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে অংশ নেবেন।

সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, স্টারমার যুক্তরাজ্যের পার্লামেন্টে গতকাল (১১ জুন) সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস লেবার সরকারের বহুবছর মেয়াদি ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।

এর আগে, মঙ্গলবার তিনি দক্ষিণপোর্টে ছুরিকাঘাতে নিহত বিবি কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগুইয়ারের পরিবারের সঙ্গে দেখা করেন বলেও জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ওইদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি।

শফিকুল আলমের এমন বক্তব্যকে ঘিরে ফেসবুকে বেশ কয়েকজন সাংবাদিক ও ব্যবহারকারী সমালোচনায় মুখর হন।

কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর ফেসবুকে লেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যদি ড. ইউনূসের কোনো বৈঠক বা বৈঠকের আলোচনা চলমান থাকে, তাহলে তার মুখপাত্র হিসেবে প্রেস সচিবের কেয়ার স্টারমারের অবস্থান সম্পর্কে অবগত থাকা উচিত।

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাবির মোস্তফা লেখেন, কিয়ার স্টারমার এখন লন্ডনেই আছেন। আজ সকালে তিনি হাউজ অব কমন্সে ছিলেন। তিনি গতকালও লন্ডনে ছিলেন।

একজন ব্যবহারকারী লেখেন, রাষ্ট্রপ্রধানদের বৈঠক আগেভাগে নির্ধারিত থাকে। এটা রাস্তায় হঠাৎ দেখা হওয়ার মতো নয়। প্রেস সচিব মিথ্যা বলছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com