বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ভারতে ২৪২ যাত্রীসহ লন্ডনগামী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:৪৭ PM আপডেট: ১২.০৬.২০২৫ ৬:৫৫ PM

গুজরাটের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন বলে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে। গুজরাট স্টেট পুলিশ কন্ট্রোল রুম সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে মেঘানিনগর এলাকায় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এয়ার ইন্ডিয়া এক প্রাথমিক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল। বিমানটি আজ ১২ জুন দুর্ঘটনার শিকার হয়েছে।
আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যত দ্রুত সম্ভব পরবর্তী আপডেট জানানো হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার স্থান থেকে প্রচণ্ড ধোঁয়া উঠতে দেখা গেছে।

এই আকস্মিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কিছু লোককে হাসপাতালে নিতে দেখেছেন। তবে কতজন আহত হয়েছেন বা প্রাণহানি হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

 প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি ঘটেছে উড্ডয়নের সময়। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
 
দুর্ঘটনার খবর পেয়ে জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাতটি দমকল ইঞ্জিন এবং এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশও এলাকাটি ঘিরে ফেলেছে এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com