প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:০২ AM
মায়ের জানাজায় অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি শেষে ফের কাশিমপুর কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।
বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা প্যারোলে মুক্তি পান এবং প্যারোলের সময়সীমা পার হলে রাত ১১টা ৫০ মিনিটে তাদের ফের কারাগারে আনা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, মায়ের মরদেহ দাফন ও শেষ দেখার জন্য একাত্তর টিভির প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্যারোলে মুক্তি দেওয়া হয়। এছাড়া তার স্বামী শাকিল আহমেদ ও প্যারোলে মুক্তি পান।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, চার ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ পেয়ে শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে মুক্তি দেওয়া হয়। পরে তাদের প্যারোলের সময়সীমা শেষ হলে রাত ১১টা ৫০ মিনিটে ময়মনসিংহ থেকে পুলিশ প্রহরায় তাদের ফের কাশিমপুর কারাগারে আনা হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলার পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজা যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি পান। একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দম্পতিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।