মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


প্যারাগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ৯:৪৭ AM

কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পরেই কার্লো আনচেলত্তি বলেছিলেন, এই উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান তিনি। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইকুয়েডর। যারা বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ছিল দ্বিতীয় স্থানে। তাদের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হবে কঠিন। যে কারণে সতর্কতার সঙ্গে খেলে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিলো নতুন কোচ আনচেলত্তির ব্রাজিল।

ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকেই টার্গেট করেছিলেন কোচ আনচেলত্তি। এই ম্যাচে জিততে পারলে, অন্যদিকে উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরে গেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ানদের।

দুয়ে দুয়ে চার - যোগফল মিলে গেলো। ব্রাজিল মাঠে নামার আগেই জানতে পারলো উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরেছে ২-০ গোলে। বাকি ছিল নিজেদের কাজটা করা। প্যাাগুয়ের বিপক্ষে সেটাও করে নিলো সেলেসাওরা। ৪৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

সে সঙ্গে লাতিন আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬ দল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে ২য় স্থানে ইকুয়েডর।

তালিকার ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৬ ম্যাচে ১৮। বাকি দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। সে ক্ষেত্রে ব্রাজিল এবং ইকুয়েডরকে পেছনে ফেলা আর তাদের পক্ষে সম্ভব নয়। এমনকি এরপর বলিভিয়া (১৭ পয়েন্ট), পেরু (১২ পয়েন্ট), চিলির (১০ পয়েন্ট) পক্ষে তো সম্ভব নয়ই। কারণ, সবারই বাকি আছে আর ২টি করে ম্যাচ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শিগগিরই ইসিতে সংশোধিত আবেদন জমা দেবে এনসিপি: আখতার হোসেন
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাব
মাঝপথে ভেন্যু বদল, ৪-১ গোলে জয় বাংলাদেশের
এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ অরিজিৎ সিংয়ের!
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে প্রয়োজন হবে গণভোট: আলী রীয়াজ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কোরিয়ায় প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুে,আহত-১, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com