প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:২১ PM আপডেট: ১০.০৬.২০২৫ ১:৩০ PM
মিডিয়ায় দেখলাম যে কানাডার এক লেকে দু’জন গুনী বাংলাদেশীর মৃত্যু সংবাদ। কানাডার একটি লেকে বাংলাদেশের কৃতি পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান ও উদ্যোক্তা আবদুল্লাহিল রাকিব এর মৃত্যু দেশবাসীকে শোকাহত, মর্মার্হত ও ব্যথিত করেছে। এই হৃদয়বিদারক ঘটনা ভ্রমণকালে আমাদের অতি সাবধান হওয়ার ইশারা দিয়ে গেল। মনটা ভীষন খারাপ হয়ে গেল, যখন দেখলাম আদমজী কেন্টনমেন্ট কলেজের প্রাক্তন ছাত্র অনুজ প্রতিম দুজনের পরিচয় দেখে। একজন বি জে এম ই এ র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বিশিস্ট ব্যাবসায়ী আব্দুল্লাহিল রাকিব আর অন্যজন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর চৌকশ পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে পরলোকগত এই দুই সহোদরের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার পরিজন যেন এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ধৈর্য্য এবং শক্তি ধারনের তৌফিক দান করেন।
পনের বছর পূর্বে এমনি একটা ঘটনা আমার জীবনেও ঘটেছিলো, ওন্টারিও লেকে সপরিবারে বেড়াতে গিয়ে আমি তা দির্ঘ্যদিন নিজের মধ্যে পোষন করলেও মাত্র কয়েক সপ্তাহ পূর্বে সোশাল মিডিয়ায় তা প্রকাশ করেছিলাম। মর্মান্তিক এবং হৃদয় বিদারক এই ঘটনা আমার জীবনের ও গতি বদলে দিতে পারতো। মহান সৃস্টিকর্তা এবং ময় - মুরুব্বীদের দোয়ায় আমার পরিবার সহ সেই যাত্রায় রক্ষা পাই।
লেখক :প্রবাসি লেখক কাজী এনায়েত উল্লাহর জন্ম ১৯৫৮ সালের ৮ই নভেম্বর। ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ীর সন্তান ১৯৭৮ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন। প্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা লাভ করার পর, নিজেকে ব্যাবসায় আত্বনিয়োগ করেন। এবং যথাক্রমে রেস্টুরেন্ট, রিয়াল স্টেট, ট্রাভেল ব্যাবসা সহ পারফিউম ব্যাবসায় নিয়োজিত আছেন। ব্যবসায়িক সাফল্যের সংগে ফ্রান্সে না না সামাজীক কর্ম কান্ডে জড়িত কাজী এনায়েত উল্লাহ ইউরোপের সর্ব বৃহৎ সামাজীক সংগঠন আয়েবা’র প্রতিস্ঠাতা মহাসচিব।
২০১৬ সালে নভেম্বর মাসে ওনার উদ্যোগে সংগঠিত হয় মালয়েশীয়ার কুয়ালালুমপুরে ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট।বিশ্ব প্রবাসি ৬০০ বাংলাদেশী এই মহাসম্মেলনে যোগদান করেন।এবং সংগঠিত হয় ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন। কাজী এনায়েত উল্লাহ নির্বাচিত হন সংগঠনের প্রথম প্রতিস্ঠাতা প্রসিডন্ট।বিশ্বব্যপি প্রবাসিদের মধ্যে সংযোগের মাধ্যমে এক শক্তিশালী কমিউনিটি গঠনের লক্ষে তিনি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, আফ্রিকা, সহ এশিয়ার সমস্ত বাংলাদেশী অধ্যুসিত বিভিন্ন দেশ ভ্রমন করেন।