শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


জামায়াত নেতার স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রূপ দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৪:০৮ PM

বিএনপির যুগ্ম-মহাসিচব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হামলায় নয়, জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমদের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রূপ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা।

আজ সোমবার সকালে শহরের নিজ বাসভবনের বসির ভিলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ্যানি হুঁশিয়ার করে বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল অবস্থা তৈরি করে, তাহলে তা ভালো হবে না।’

জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য জামায়াত-বিএনপি এক হয়ে আন্দোলন সংগ্রাম ও লড়াই করছে।’ সেই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

সামাজিক অবক্ষয়, পারিবারিক বিরোধ ও টিউবওয়েল চুরির মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন এ্যানি। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
 
এ্যানি আরও বলেন, জামায়াত নেতার জানাজায় অংশ নিতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু  ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের আচরণ কোনোভাবে কাম্য হতে পারে না। অতীতের মতো জামায়াত নেতাদের সাথে বিএনপির সু-সর্ম্পক যেন থাকে, সেটা আমাদের কাম্য। স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না। তাহলে সুন্দর পরিবেশ আর থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইঁয়া,জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটন, রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ ও কৃষক দল নেতা মাহাবুবুল আলম মামুন ও বদরুল আলম শ্যামল প্রমুখ।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com