শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু
কানাডা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ১:১৬ PM

কানাডার অন্টরিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকাডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ জুন) কানাডার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

সোমবার (৯ জুন) বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নৌকায় থাকা কারও শরীরে কোনো লাইফ-জ্যাকেট ছিল না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, লাইফ জ্যাকেটের অভাব ও হঠাৎ হ্রদের প্রতিকূল পরিবেশ এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখেছে।

আব্দুল্লাহ হিল রাকিব বাংলাদেশের পোশাক খাতের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন উদ্যোক্তা ছিলেন। তিনি বিজিএমইএর পরিচালক হিসেবে ২০১৩ থেকে ২০১৫ এবং ২০১৫ থেকে ২০১৭-এই দুই মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পোশাক শিল্পে তার অবদান প্রশংসনীয় ও স্মরণীয় হয়ে থাকবে।

সাইফুজ্জামান গুড্ডু ছিলেন একজন অভিজ্ঞ পাইলট এবং সাবেক বিমানবাহিনী কর্মকর্তা। তার সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এই মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে। এই ঘটনা কানাডা ও বাংলাদেশের দুই পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com