শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


ঈদের ছুটিতে স্মার্টফোন থেকে দূরে থাকার ৫টি স্মার্ট হ্যাক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:১৪ PM

ঈদের ছুটি মানেই পরিবার, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর দুর্লভ সুযোগ। কিন্তু এ সময়টাতেও ফোনের পর্দায় আটকে থাকলে ছুটির আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। সোশ্যাল মিডিয়া, গেম, নোটিফিকেশন—এসব distraction আমাদের ঈদের আনন্দ থেকে দূরে সরিয়ে দেয়।

তাই এই ছুটিতে দরকার স্মার্ট ফোন ইউজের স্মার্ট কৌশল। নিচে রইল এমনই ৫টি হ্যাক, যা ঈদে আপনার সময় বাঁচাবে এবং জীবনের সঙ্গে আপনাকে আরও সংযুক্ত রাখবে।

১. ফোকাস মোড চালু করুন – মনোযোগ ফেরান বাস্তব জীবনে
অ্যানড্রয়েড ও আইফোনে থাকা Focus Mode বা Do Not Disturb ফিচার আপনাকে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নির্দিষ্ট সময়ের জন্য বিরত রাখতে সাহায্য করে।
ঈদের নামাজ, পরিবার সময়, বা আত্মীয়দের সঙ্গে আড্ডার সময় ফোকাস মোড চালু রাখলে ফোনে ঝুলে থাকার বদভ্যাস নিয়ন্ত্রণে থাকবে।

কীভাবে চালাবেন:
Android > Settings > Digital Wellbeing > Focus Mode
iPhone > Settings > Focus

২. অ্যাপ গ্রুপিং করে দিন অ্যাপ স্ক্রলিংয়ে কাটানো সময়কে বিদায়
ফোনের হোম স্ক্রিনে অ্যাপ ছড়িয়ে-ছিটিয়ে রাখলে স্বাভাবিকভাবেই হাত চলে যায় ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে।

এর সমাধান—অ্যাপ গ্রুপিং।
সব সামাজিক যোগাযোগ মাধ্যম এক ফোল্ডারে, সব ইউটিলিটি অ্যাপ আরেক ফোল্ডারে রাখলে ব্যবহার কমে যাবে।

টিপস: সবচেয়ে distractive অ্যাপগুলো হোম স্ক্রিন থেকে সরিয়ে রাখুন বা হাইড করে দিন।

৩. টাইম ট্র্যাকিং বা টাইম ম্যানেজমেন্ট অ্যাপ ব্যবহার করুন
নিজেই বুঝতে পারবেন আপনি দিনে কতটা সময় ফোনে কাটাচ্ছেন।

“Digital Wellbeing”, “StayFree”, “Forest” বা “One Sec” এর মতো অ্যাপ ব্যবহার করে আপনি নির্ধারিত সময় পার হলে অ্যাপ নিজেই বন্ধ হয়ে যাবে।

ফলাফল:
দিনের সবচেয়ে সুন্দর সময়গুলো বাঁচবে ফোনে হারিয়ে যাওয়ার হাত থেকে।

৪. নোটিফিকেশন মিউট করে দিন – আপনার সময় আপনার হাতে
প্রতিটি ইনবক্স, অ্যাপ, কিংবা শপিং অফারের নোটিফিকেশন আপনাকে ফোনে নিয়ে আসে বারবার।
ঈদের সময় এগুলো পুরোপুরি মিউট করে দিন—বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও নিউজ অ্যাপ।

কীভাবে করবেন:
Settings > Notifications > App-wise toggle off

৫. ফোন ছাড়া নির্দিষ্ট সময় নির্ধারণ করুন
দিনে অন্তত ২–৩ ঘণ্টা পুরোপুরি ফোন থেকে দূরে থাকুন।

এই সময়টা হতে পারে দুপুরের খাওয়ার পর, আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর সময় বা ঈদের স্পেশাল ডিনারের সময়।

পরামর্শ:
ফোন অন্য রুমে রেখে দিন বা Airplane Mode ব্যবহার করুন।

বোনাস টিপস:
ঈদের আগে অপ্রয়োজনীয় অ্যাপ ও মিডিয়া ফাইল ডিলিট করে দিন

সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হলে সময় নির্ধারণ করে নিন (যেমন ৩০ মিনিট দিনে)

পরিবারে ফোন-ফ্রি সময় চালু করুন—যেখানে সবাই ফোন দূরে রাখবেন

ঈদের আনন্দ স্মার্টফোনে নয়, বাস্তব জীবনের মুহূর্তে। একটু সচেতন হলেই এই ছুটিটা হয়ে উঠতে পারে অনেক বেশি অর্থবহ। এই ৫টি স্মার্ট হ্যাক শুধু ঈদের সময় নয়, সারাবছরেও আপনাকে সময় বাঁচাতে ও মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com