| শিরোনাম: |
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লায় (কিশোরগঞ্জ - ভৈরব) মহাসড়ক এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ । গ্রেফতারকৃত মাদক কারবারি মিজানুর রহমান উরফে মিজান (৩৩) কটিয়াদী উপজেলা পৌর সদর কামারকোনা মহল্লার মৃত মুস্তফা মিয়ার ছেলে। জানা যায় বুধবার গভীর রাতে মাদক কারবারি মিজানকে (কিশোরগঞ্জ -ভৈরব) মহাসড়কের কামারকোনা মহল্লার নিজ বাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার এসআই বাছেদ মিয়ার নেতৃত্বে এসআই ছাইদুল ইসলাম, এ এস আই মুস্তাক মিয়া সহ পুলিশের একদল ফোর্স ৫২ পিস ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতার করে রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন আসামি মিজান ১৯ টি মাদক মামলার অভিযুক্ত আসামি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে নতুন আরেকটি মামলা রুজু করে গতকাল ২২ শে মে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।