রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


অবশেষে আনচেলত্তির বিদায়ের ঘোষণা দিল রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:৫১ PM

রিয়াল মাদ্রিদের ডাগআউটে আর দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে, এটা জানা গিয়েছিল আরও আগেই। তবে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজ। ২০২৪-২৫ মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি করার কিছুদিন পরই আনচেলত্তির বিদায়ের ঘোষণা দিল রিয়াল। আসছে সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ম্যাচে তাকে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হবে লস ব্ল্যাঙ্কোসদের কোচ হিসেবে তার ৩৫৩তম এবং শেষ ম্যাচ।
স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাসিকোর পর আনচেলত্তির বিদায়ের ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল রিয়ালের, ম্যাচের ফলাফলের ওপর নির্ভর না করেই। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদলায় ক্লাব। উল্টো ব্রাজিল আগেভাগেই ঘোষণা করে ফেলে আনচেলত্তিকে কোচ হিসেবে, যার ফলে পরিস্থিতি হয়ে পড়ে একটু জটিল। সংবাদ সম্মেলনগুলোতে সেই পরিস্থিতি যথাসম্ভব কৌশলে সামাল দেওয়ার চেষ্টা করেছেন আনচেলোত্তি।

কোনো কোচ এখনো ক্লাব ছেড়ে না যাওয়ার আগেই জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না। ঠিক এমনটাই ঘটেছে আনচেলোত্তির ক্ষেত্রে। নতুন ঠিকানা হবে রিও ডি জেনেইরো, যেখানে নতুন করে শুরু করবেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ। এই মৌসুমে ইউরোপিয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলেও সবমিলিয়ে রিয়ালের জন্য বছরটি খুব একটা স্মরণীয় নয়। তারপরও আনচেলত্তি নিজের দ্বিতীয় মেয়াদে ক্লাবকে দিয়েছেন অনেক কিছু। তার হাত ধরেই রিয়াল জিতেছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এতে করে তিনি হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ।

রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন জাবি আলোনসো। প্লেয়ার হিসেবে যিনি খেলেছেন এই ইতালিয়ানের অধীনে। বায়ার লেভারকুজেনে দুর্দান্ত সময় কাটানোর পর আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন আলোনসো, এবার রিয়ালে শুরু করবেন নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব। দলে নতুন রূপ এনে দেওয়ার কষ্টসাধ্য কাজ এখন তার কাঁধে। রিয়াল মাদ্রিদের হয়ে আনচেলত্তি জিতেছেন মোট ১৫টি শিরোপা। যার মধ্যে তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি সবচেয়ে উজ্জ্বল। এ ছাড়া দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ রয়েছে তার ঝুলিতে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে : চরমোনাই পির
এবার দিনের আলোয় ইসরায়েলে হামলা শুরু ইরানের
কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪০
কুড়িগ্রামে দুই সাংবাদিক মব ভাই লেন্সের শিকার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com