শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


পাকিস্তান সিরিজের বাংলাদেশ দলে ডাক পেলেন মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৬:৫৮ PM

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিল মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে খুলনার হয়ে ৩৫৫ রান করা মিরাজ বল হাতে নেনে ১৩ উইকেট। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বিপিএলের সেরা ক্রিকেটার হলেও সংযুক্ত আরব আমিরাত সিরিজের বাংলাদেশ দলে ডাক পাননি মিরাজ। এ নিয়ে নিজের আক্ষেপের কথাও জানিয়েছিলেন তিনি। তবে লাল-সবুজের দলে ডাক পেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না তাকে। 

আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি হেরেছে বাংলাদেশ। এবার লাল-সবুজের দল যাবে পাকিস্তান সফরে। ম্যান ইন গ্রিনদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এ সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মিরাজ। মিরাজ দলে ডাক পেয়েছেন সৌম্য সরকারের পরিবর্তে। পিঠের ইঞ্জুরির কারণে পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না সৌম্যর। অন্তত ১০ থেকে ১২ দিন সৌম্যকে থাকতে হবে বিশ্রামে। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে মিরাজকে। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি দল না পেলেও শেষ পর্যন্ত সুযোগ হয় মিরাজের। লাহোর কালান্দার্স দলে সিকান্দার রাজার বদলি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। টুর্নামেন্টের প্লে-অফ পর্বে মাঠে নামতে, ২০ মে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন মিরাজ। পিএসএল খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে মিরাজ বলেন, ‘আমার চেয়ে তাঁরা (নির্বাচকেরা) ভালো বলতে পারবেন (কেন নেই)। তাঁরা যেভাবে চিন্তা করেন, হয়তো ভালোর জন্যই চিন্তা করেন। খেলোয়াড় হিসেবে খারাপ লাগে, যেহেতু বিপিএলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। বেশ কিছু টি-টোয়েন্টিতে ভালোও খেলেছিলাম।’ তবে দলে জায়গা না হলেও তা নিয়ে খুব বেশি আফসোস করতে চান নি মিরাজ। তিনি বলেন, ‘মেনে নিতে হয়…ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়। আমি ইতিবাচক চিন্তা করি, সবকিছু ইতিবাচকভাবে নিই।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ডেঙ্গু-করোনার সঙ্গে ভোগাচ্ছে চিকুনগুনিয়া
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র কুলখানি অনুষ্ঠিত
আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি: রিপোর্ট
সাইকেল চালালে কমবে মানসিক চাপ
স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ীতে দুইদিন যাবত নারীর অনশন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

হাজারো প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসে উদ্‌যাপিত হলো বাংলার মেলা
সালথার কাউন্সিল সম্মেলন কে সামনে রেখে প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা, ডাম্পিং জোনের দাবিতে সংবাদ সম্মেলন
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিশ্ব বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড বিতরণ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com