রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু!
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৫৩ PM

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান আকাশ (৪২) এবং এপিলিস সাংমা (৪৫) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাংটিয়া রেঞ্জের গজনী বিটের দরবেশতলা ও বড়গজনী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আজিজুর রহমান  আকাশ উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিন ছেলের জনক। এপিলিস সাংমা বড়গজনী এলাকার সহেন্দ্র মারাকের ছেলে এবং ১ছেলে ১মেয়ের জনক। 

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশী বাজার থেকে নিজ বাড়ীর উদ্দেশে রওনা দেয়। তিনি গজনী বিটের দরবেশতলায় পৌঁছিলে জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকা বন্যহাতির একটি দল তাকে আক্রমণ করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন মশাল নিয়ে দৌড়ে এলে হাতির দল সরে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে এপিলিশ সাংমা স্থানীয় বাকাকুড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে গজনী চৌরাস্তা মোড়ের পাশে বন্যহাতির কবলে পড়লে হাতি এপিলিস সাংমার দেহটি ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, রাংটিয়া রেঞ্জের সহকারি বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান নিহতদের খোঁজ নেয়াসহ তাদের পরিবারকে সমবেদনা জানান। স্থানীয়রা আরো জানায়, গত কয়েকদিন যাবৎ  বন্যহাতির একটি দল গজনী বিটের গভীর জঙ্গলে অবস্থান করছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। গত সোমবার রাতে গজনী বিটের দুটি বাংলোতে, কয়েকটি বাড়ী ঘরে, ধানের ক্ষেত ও কলার বাগানসহ একটি মন্দিরে হামলা করে ক্ষতিগ্রস্ত করে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ইরান সরকার সবচেয়ে দুর্বল, আঘাত হানার এখনই সময়: রেজা পাহলভি
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে : চরমোনাই পির
এবার দিনের আলোয় ইসরায়েলে হামলা শুরু ইরানের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com