শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


কালিয়াকৈরে অভিযানের পরপরই ফের ফুটপাত দখল, জনগনের চরম দুর্ভোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:৪৬ PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ফুটপাত দখল করে রমরমা ব্যবসা বানিজ্য চালিয়েছে হকাররা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ কলকারখানার শ্রমিক ও জনসাধারণ। 
গত রবিবার বিকালে ওই মহাসড়কের অবৈধ  কানপাট সরিয়ে নিতে মাইকিং ও সর্তক করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ। কিন্তু পুলিশ মাইকিং করে চলে যাওয়ার কিছুক্ষন পরই ফের মহাসড়কের ফুটপাতে দোকান বসিয়েছে হকাররা, এ যেন এক চোর পুলিশ খেলা। ফুটপাতের একপাশে চৌকি বসিয়ে রাস্তা বন্ধ করে, আবার অনেকাংশে সড়কের উপর ঝুড়ি ও ভ্যান বসিয়ে চলছে নানান ধরনের সবজি, কাপড়চোপড়, ফলমূল বিক্রি। তবে এর আগেও ফুটপাতে হকারদের বসতে নিষেধ করে মাইকিং করা হলেও তা মানতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে অভিযান শেষ করে যাওয়ার পরপরই ফুটপাত ও রাস্তা ফের দখলের অভিযোগ ওঠেছে। 
নামপ্রকাশে অনিচ্ছুক হকাররা জানান, আমরা গরিব মানুষ, ফুটপাতে  দোকান করে খাই। সবকিছু ম্যানেজ করেই ফুটপাতে দোকান বসিয়েছি। এখানে না বসলে কোথায় দোকান করবো, দোকান বসানোর জায়গাটা বের করে দেন। নাওজোড় হাইওয়ে থানার (ওসি) রইচ উদ্দিন জানান, ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল আমরা ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং করেছি, ফুটপাত দখলমুক্ত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com