শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


যে কারণে নুসরাত ফারিয়াকে নিয়ে এতো আলোচনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:০৭ PM

ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়জীবন উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেত্রীর। অভিনয় দিয়ে দর্শকদের মনে দাগ কেঁটে আছেন। গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘জ্বি-৩’ সিনেমা। এই ছবির ‘কন্যা’ গান এখনও শ্রোতাদের মুখে ফেরে। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ছবিতে অভিনয়ের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। চলতি বছরের ২২ মার্চ ইউটিউবে প্রচারিত একটি পডকাস্টে ফারিয়া ছাত্র-জনতা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সিনেমাটি নিয়ে মুখ খোলেন। সেই অনুষ্ঠানে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করার কারণে নানা বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং এখনও হচ্ছেন বলে জানিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনও করছি তা আমার ভাগ্যে লেখা ছিল বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিল না।’
এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না। কোনো সিনেমার চরিত্রে অভিনয়ের জন্য  যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’ ওই মন্তব্যের কয়েকদিনের মধ্যে অভিনেত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টা অভিযোগ করেন ভাটারা থানা এলাকার এনামুল হক। গতকাল রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রীকে গ্রেফতার দেখানো হয়। 
অভিনেত্রীকে গ্রেফতারের পরে তার ঘনিষ্ঠজনরা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় ও এ সিনেমা নিয়ে তার বক্তব্যই মামলায় হয়তো নতুন রসদ জুগিয়েছে। তবে অভিনেত্রী ফেসবুক ঘুরে দেখা গেছে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষেই ছিলেন এ অভিনেত্রী। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হওয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। যেখানে ঘোষণা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও নয়া বন্দোবস্ত। অভিনেত্রীর গ্রেফতারের পর সরব হয়েছে শোবিজ তারকারা। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য সংগঠকরা কড়া সমালোচনা করেছেন।  







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com