প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৫৬ PM
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচ শেষে সিরিজে একটি বাড়তি ম্যাচ যুক্ত হয়েছে। বাংলাদেশ দলের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে অতিরিক্ত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)।
সোমবার (১৯ মে) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এসিবি। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপ নিচ্ছে বাংলাদেশ-আমিরাতের মধ্যকার এই প্রতিযোগিতা। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, 'সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে ২১ মে, বুধবার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।'
তারা আরও যোগ করেছে,'সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এমিরেটস ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনার পর সূচিতে যোগ করা হয়েছে। এই তৃতীয় ম্যাচটিও স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে(বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি)।'
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে দুই দল। আর নতুন যোগ হওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।