শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৮২)
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচ শেষে সিরিজে একটি বাড়তি ম্যাচ যুক্ত হয়েছে। বাংলাদেশ দলের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে অতিরিক্ত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)।

সোমবার (১৯ মে) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এসিবি। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপ নিচ্ছে বাংলাদেশ-আমিরাতের মধ্যকার এই প্রতিযোগিতা। বিজ্ঞপ্তিতে তারা লিখেছে, 'সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের বিপক্ষে অতিরিক্ত একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যা অনুষ্ঠিত হবে ২১ মে, বুধবার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।'

তারা আরও যোগ করেছে,'সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এমিরেটস ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনার পর সূচিতে যোগ করা হয়েছে। এই তৃতীয় ম্যাচটিও স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে(বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি)।'

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে দুই দল। আর নতুন যোগ হওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে ২০২৫: জাতিসংঘ
অডিশনেরসেই ঘটনা আজও ভুলতে পারেননি মৌনী রায়
চোটজর্জর ফ্রান্সের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে চমক
সবজির বাজারে কিছুটা স্বস্তি
ওহাইও অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারক হলেন বাংলাদেশী আমেরিকান আজমেরী হক লিন্ডা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বেতন বাড়ল নারী ক্রিকেটারদের
চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল
ঢাকায় পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়ালো
ফিলিস্তিনি আর্চারদের বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে বাংলাদেশে
ঢাবিতে জুলাই আন্দোলনের সহিংসতায় জড়িত ৪০৩ জন শনাক্ত, স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com