প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:১৩ PM
মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। কবির কবিতায়, কিংবা সকল ধর্মীয় পুস্তিকায় মা'কে বিশেষ ভাবে সম্মানিত করা হয়েছে। মা'কে স্থান দেয়া হয়েছে সর্বাগ্রে। প্রতিটি সন্তানের উচিত মায়ের খেদমত করা। মায়ের সেবায় নিজেকে নিবেদিত করতে পারলে দেশ থেকে দূর হবে হানাহানি, অন্যায় ও অনাচার এমনি মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএলডিপি'র চেয়ারম্যান আলহাজ্ব এম. নাজিম উদ্দিন আল আজাদ। 
বিশ্ব মা দিবস উপলক্ষে স্মার্ট উদ্যেক্তা ফোরাম ও বাংলার বীর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৫ মে, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা, নাবিহা এক্সপ্রেস রত্নগর্ভা মা ও সেরা মা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। উক্ত সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় এবং স্মার্ট উদ্যেক্তা ফোরামের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ডঃ আনিসুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক ডঃ মোঃ কামাল উদ্দিন আহম্মদ, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ মাকসুদেল হোসেন খান মাকসুদ, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, নাবিহা এক্সপ্রেসের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা, জাতীয়তাবাদী নারী নেত্রী শামীমা রহিম শিলা, বিএলডিপি’র প্রেসিডিয়াম সদস্য এস. এম আমানউল্লাহ, বাংলার বীর ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ রাজিউন সালমা লাবনী।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সকল মায়ের প্রতি সমাজের সর্বস্তরের মানুষকে যার যার আঙ্গিক থেকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে বলেন, আমাদের খেয়াল রাখতে হবে যেন কোথাও কোন মায়ের সেবায় অযত্ন অবহেলা না হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মনোনীত মায়ের হাতে নাবিহা এক্সপ্রেস রত্নগর্ভা মা ও সেরা মা পদক তুলে দেন প্রধান অতিথি এম. নাজিম উদ্দীন আল আজাদ। এ বছর গাজীপুরের কালীগঞ্জের বেগম আমেনা আক্তার খানম সহ আরো কয়েকজন রত্নগর্ভা মাকে "রত্নগর্ভা মা" পদক দিয়ে সম্মানিত করা হয়।