প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:১১ PM
গাজীপুর সদর উপজেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জোরপূর্বক সরকারি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাওয়া বেগম ও তার পরিবার।
রবিবার (১৮ মে) সকালে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি সাংবাদিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাওয়া বেগম অভিযোগ করে বলেন, বিকে বাড়ি, তালতলী দফাদারপাড়া এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে একটি পক্ষ অবৈধভাবে দোকানপাট নির্মাণ শুরু করে। এতে তারা রাস্তার অংশ আমাদের নিজস্ব জমির উপর চাপিয়ে দেয়। আমরা প্রতিবাদ করে দোকান নির্মাণে বাধা দিই। এ সময় শুকুর পলানের ছেলে শাহিনুর পলান (৪০) ও শারিকুল পলান (৩৭), কামাল হোসেনের ছেলে আশরাফুল (৩০) ও অমিত (২৭) সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়। হামলায় আমার ভাতিজা আতিক হাসান (১৭) গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে আমরা আইনি প্রক্রিয়া থেকে সরে আসি। কিন্তু পরবর্তীতে তারা কাওকে কিছু না জানিয়ে উল্টো আমাদের বিরুদ্ধেই সাজানো অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। পরে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করি।
এই ঘটনায় আমার ভাই সব্দুল হোসেন জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। হাওয়া বেগম অভিযোগ করে বলেন, এরপর থেকে তারা থানায় ও আদালতে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে এবং সরকারি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এমনকি আমাদের হত্যা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পরিবারের সদস্য এসএসসি পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার ও মিথ্যা মামলাগুলো থেকে অব্যাহতি চান।