প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:১৮ PM
আগামী ১ জুলাই ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
রোববার (১৮ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা ‘স্থগিত’ ঘোষণা করা হয়েছে।
এতে আরও বলা হয়, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা ফ্লাইট চালু করে বিমান। দেড় বছরের মাথায় তা বন্ধ হতে চলায় ঢাকা থেকে বিমানে করে সরাসরি জাপানে যাওয়ার আর কোনো উপায় থাকল না। ঢাকা-নারিতা রুটে বিমান প্রথম ফ্লাইট শুরু করে ১৯৮১ সালে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও ফ্লাইট চালু করেছিল বিমান। সেই রুটও কিছু দিন পর বন্ধ হয়ে যায়।