শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


করিডোর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১০:৩৭ PM

করিডোর দেওয়ার বিষয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সরকার শহীদদের তালিকার চূড়ান্তের চেয়ে বিদেশিদের কাছে করিডোর দেওয়ার বিষয় বেশি প্রধান্য দিচ্ছে। অন্তর্বর্তী সরকার নয়, করিডোর ও বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। 

তিনি বলেন, ১০ মাসেও জুলাই বিপ্লবের শহীদ ও হতাহতদের চূড়ান্ত তালিকা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। তাই মানুষের মধ্যে এই সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার উদাসীন নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। তিনি আরও বলেন, অস্থিরতা এভাবে বাড়তে থাকলে এই সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি শুরু থেকেই সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ দেওয়ার কথা বললেও সরকার তাতে সাড়া দেয়নি। বরং নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখের ঘোষণার দাবিকে সুকৌশলে সংস্কারের অভিনব বেড়াজালে আটকে দিয়েছে। এ অবস্থায় পরিস্থিতি অযথা ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে ড. ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com