রবিবার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


ধর্মান্তরিত হয়ে বিয়ে, বিচ্ছেদের পর ধর্ষণ মামলা-ষড়যন্ত্রের অভিযোগ ঋত্বিক সাহার পরিবারের
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:২২ PM

গাজীপুরের পূবাইলের সাতানিপাড়া এলাকার বাসিন্দা রাজু সাহা সম্প্রতি তার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে মামলা প্রত্যাহারের দাবি জানান।
লিখিত বক্তব্যে রাজু সাহা জানান, তার ছেলে ঋত্বিক সাহা প্রায় তিন বছর আগে মানিকগঞ্জের ঘিওর থানা এলাকার জোকা আমে এক আত্মীয়র বিয়ের বরযাত্রী হিসেবে যান, যেখানে সুস্মিতা আক্তার ওরফে রোজার সঙ্গে পরিচয় হয়। মোবাইল ও ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে প্রেমের টানে রোজা গাজীপুরে চলে আসেন।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে রোজা ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং পরদিন ঋত্বিক সাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের হলফনামায় মেয়ের পিতা মোঃ মিরাজ হাসানের স্বাক্ষরও রয়েছে। রাজু সাহার অভিযোগ, বিবাহের পর সুস্মিতা আক্তার রোজা মানিকগঞ্জে নিজ বাড়িতে ফিরে গেলে তার পরিবার পুনরায় ইসলাম ধর্মে ফিরিয়ে নেয়। পরবর্তীতে রোজা ঋত্বিকের বাড়িতে চলে আসেন। কিন্তু স্থানীয় উত্তেজনার কারণে পুলিশ হস্তক্ষেপ করে এবং পরে স্থানীয় শালিসে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও সুস্মিতা আক্তার পূবাইল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। রাজু সাহার দাবি, মামলায় উত্থাপিত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি এসব কর্মকাণ্ডে মেয়েটিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, মামলায় শুধু ঋত্বিক সাহার নাম থাকলেও পুলিশ তাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও হয়রানি করছে। রাজু সাহা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ইরান সরকার সবচেয়ে দুর্বল, আঘাত হানার এখনই সময়: রেজা পাহলভি
জর্ডানে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে : চরমোনাই পির
এবার দিনের আলোয় ইসরায়েলে হামলা শুরু ইরানের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দলীয় সংকটে পরীক্ষিত নেতৃত্ব-এরশাদ আলম জর্জ এখন শেরপুর-৩-এর ভরসা
ফের করোনায় বাড়ছে ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা যথাসময়ে
সালথায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা আহত- ৪
ঝিনাইগাতীতে পাহাড় ও নদী থেকে পাথর ও বালু লুটপাট চলছেই ,সৌন্দর্য হারাচ্ছে গারো পাহাড়
গাজীপুরের পুবাইল থেকে ০৬ ভুয়া পুলিশ আটক
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com