শুক্রবার ১৩ জুন ২০২৫ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 
শিরোনাম:


তিন বছর পর রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তাদের প্রথম সরাসরি শান্তি আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৮:৩৬ PM

তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে তুরস্কে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছেন রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তারা। এটি ২০২২ সালের পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম সামনাসামনি বৈঠক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাতের অবসান ঘটাতে শুক্রবার (১৬ মে) ইস্তাম্বুলে এই বৈঠক করেন দু’দেশের প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বসফরাসের বিলাসবহুল ডলমাবাহচে প্রাসাদে রুশ এবং ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে কথা বলছেন। এ সময় এক টেবিলে রাশিয়ান প্রতিপক্ষের মুখোমুখি ছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ শান্তির সুযোগের নতুন জানালা খোলার জন্য উভয় পক্ষের আগ্রহ দেখে তিনি খুশি বলেও জানান ফিদান। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ আছে—একটি পথ আমাদের শান্তির দিকে নিয়ে যাবে, অন্যটি নিয়ে যাবে ধ্বংস এবং মৃত্যুর দিকে। উভয় পক্ষ তাদের নিজস্ব ইচ্ছায় সিদ্ধান্ত নেবে যে তারা কোন পথ বেছে নেবে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে অবস্থান করলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে যাননি। তিনি তার প্রতিনিধি দল পাঠিয়েছেন। ফলে এই আলোচনা ফলপ্রসূ হবে কি হবে না, এ সংশয় মাথায় রেখেই আলোচনায় বসেছে দু’দেশের প্রতিনিধি দল।
ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ কিয়েভের অগ্রাধিকারগুলো নির্ধারণ করে বলেন, রাশিয়া যদি ৩০ দিনের যুদ্ধবিরতি, অপহৃত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে দেওয়া এবং সমস্ত যুদ্ধবন্দীদের বিনিময়ে সম্মত হয় তবেই শান্তি সম্ভব। অপরদিকে রাশিয়া বলেছে, তারা কূটনৈতিক উপায়ে যুদ্ধ শেষ করতে চায় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

আলোচনায় পুতিনের অনুপস্থিতি

তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব করেছিলেন পুতিন। কিন্তু তিনি ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন মধ্য-স্তরের কর্মকর্তাদের একটি দল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের ইউক্রেন দূত কিথ কেলগও রয়েছেন ইস্তাম্বুলে। তবে আলোচনার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হতাশা প্রকাশ করেন। আলোচনাকারী দলের স্তরের ওপর ভিত্তি করে রুবিও বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, একটি বড় অগ্রগতির সম্ভাবনা কম।

ইউক্রেনে রাশিয়ার দখল অব্যাহত

রাশিয়া শুক্রবার বলেছে, তারা পূর্ব ইউক্রেন ধীরগতিতে অগ্রসর হওয়ার সময় আরেকটি গ্রাম দখল করেছে। ইস্তাম্বুল বৈঠক শুরু হওয়ার কয়েক মিনিট আগে শহরে বিমান সতর্কতা এবং বিস্ফোরণের খবর জানিয়েছে ইউক্রেনীয় গণমাধ্যম ডিনিপ্রো।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com